Monday, April 23, 2018

Coffin

সবাই বেঁচে আছে,
নেশা, ক্ষিদে, অস্বস্তি সহ্য করে
তুমিও যাও, বেঁচে থাকো,
কারোর কফিনের ভেতরে।

যদি দেখা পাও
কোনো ক্ষত-বিক্ষত ডেডবডির,
চোখ বুজে নিও;
মলম চায় না মৃত্যুপথযাত্রী।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...