সবাই বেঁচে আছে,
নেশা, ক্ষিদে, অস্বস্তি সহ্য করে
তুমিও যাও, বেঁচে থাকো,
কারোর কফিনের ভেতরে।
যদি দেখা পাও
কোনো ক্ষত-বিক্ষত ডেডবডির,
চোখ বুজে নিও;
মলম চায় না মৃত্যুপথযাত্রী।।
নেশা, ক্ষিদে, অস্বস্তি সহ্য করে
তুমিও যাও, বেঁচে থাকো,
কারোর কফিনের ভেতরে।
যদি দেখা পাও
কোনো ক্ষত-বিক্ষত ডেডবডির,
চোখ বুজে নিও;
মলম চায় না মৃত্যুপথযাত্রী।।
No comments:
Post a Comment